১/ প্রথমেই একটি কনভার্শন ফোকাসড প্রিমিয়াম ডিজাইন তৈরি করুন, যা আপনার সার্ভিস বা পণ্যকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে সক্ষম। যেমন ”চা পাতার ল্যান্ডিং পেইজ থেকে যেন চা পাতার ঘ্রাণ আসে”
২/ আমি বুঝি না উদ্যোক্তারা কেন শুধু এটা বলতে থাকে আমার প্রোডাক্ট সেরা, আমার থেকে নেন। ভাইয়া একজন সেলার যদি বলে আমার মসলা সেরা, তার চেয়ে যদি একজন রাধুনী সাজেশন দেন এই মসলা নিন তখন সেটা বেশি ইফেক্টিভ হয়। Be professional at marketing.
১৬ কোটি মানুষের একটাই ডিসিশন হতে না পারলেও আলহামদুলিল্লাহ্ ৮০০+ উদ্দোক্তার ১ম ভরসার স্থান ওয়েবকাকু ও ইফতি রহমান!!
৩ হাজার এরও বেশি ল্যান্ডিং পেইজ ডিজাইন করে আমার যা এক্সপেরিয়েন্স হয়েছে তাতে আমি জানি কিভাবে একটা ল্যান্ডিং পেইজকে ১০০% কনভার্শন অপ্টিমাইজড করে প্রপার সেলস মেশিনে কনভার্ট করা যায়।
একটা কনভার্শন অপ্টিমাইজড ডিজাইন থেকে সার্ভারসাইড ট্রেকিং ও স্পীড অপ্টিমাইজেশন সহ একধম রেডি টু গো ওয়েবসাইট করে দেওয়া হবে। ভাই কনভার্শন, স্পীড অপ্টিমাইজেশন ও ট্রেকিং ছাড়া ছন্ন ছাড়া ওয়েবসাইট আর কত? আর কত ডলার বার্ন করবেন?
বর্তমানে লারাভেল সাইট নামের যে ঝঞ্জাল গুলো উদ্যোক্তা ভাইদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে তা কোন ভাবেই আপনার সেলস আনতে পারবে না উলটো আপনার ব্রান্ড ভ্যালু কমাচ্ছে।
কচ্ছপ আর খোরগোশ এর রেইসে কচ্ছপ জিতে গেলেও এমন কম্পিটিশন এর যুগে কচ্ছপ এর গতিতে ওয়েবসাইট লোড হলে ২-৩ সেকেন্ড এই ৬৭% কাস্টমার হারাবেন।
ডাটা ইজ দ্যা নিউ এসেট। আর এই এসেট কে কাজে লাগাতে না পারলে বিজনেসের অবনতি ছাড়া উন্নতি দেখবেন না কখনই। তাই আপনার দরকার তুখোর সার্ভার সাইড ট্রেকিং।