একটা ল্যান্ডিং পেইজ তৈরি করতে কি কি প্রয়োজন হয়? সাথে ডোমেইন হোস্টিং ও দুর্দান্ত কন্টেন্ট লিখার সিক্রেট ট্রিক্স!

একটা ল্যান্ডিং পেইজ তৈরি করতে কি কি প্রয়োজন হয়? সাথে ডোমেইন হোস্টিং ও দুর্দান্ত কন্টেন্ট লিখার সিক্রেট ট্রিক্স!

আমরা বেশিরভাগ সময় একটা কমন প্রশ্ন পায়, আর তা হলো ”ভাইয়া, ল্যান্ডিং পেইজ তৈরি করতে কি কি লাগে?”
চলুন আজকে সেটাই আপনাদের ইন ডিটেইল এ বলি।

একটা ল্যন্ডিং পেইজ বা যে কোন ওয়েবসাইট তৈরি করতে আপনার ১ম এই লাগবে Domain & Hosting.
আচ্ছা ডোমেইন কি?
ডোমেইন হল আপনার ব্রান্ড এর নাম। As like your name. যেমন আমরা ওয়েবসাইট এর ডোমেইন কি? ifterahman.com
আবার আমার এজেন্সির নাম ওয়েব কাকু তাই আমার ডোমেইনঃ webkaku.com এখানে webkaku এইটা আমার ডোমেইন নাম, আর .com এইটাকে বলে এক্সটেনশন। সকল এক্সটেনশন এর মধ্যে TLD বা টপ লেভেল ডোমেইন এ আছে .com, .net. .store, .org এগুলো আরও অনেক। তবে আপনি যদি বাংলাদেশে বিজনেস করেন তা হলে আমি সাজেস্ত করব .com কিংবা .com.bd এই ডোমেন নিন।


ডোমেইন কোথা থেকে কিনতে পারি?
ডোমেইন আপনি যে কোন ডোমেইন রেজিস্টার কোম্পানি থেকে নিতে পারেন। যেমনঃ ইন্টারনেশনাল হলে- HOSTINGER, NAMECHEAP, BLUEHOST আর বাংলাদেশী হলে Cyberison.com। একটা বিশেষ সতর্কবার্তা ডোমেইন কেনার সময় অবশ্যেই সম্পূর্ণ এক্সেস আপনার কাছে থাকে কিনা তা জেনে নিন। Authentication code নিয়ে নিন, এতে আপনি যে কোন সময় যেকোন জায়গায় ট্রানাস্ফার করতে পারেবেন।

আচ্ছা এবার আসি হোস্টিং এ- আপনি যে বাসায় থাকেন সে বাসার নিশ্চয়ই একটা নাম আছে। যেমন আমার বাসার নাম চৌধুরী বাড়ি, এখানে এই চৌধুরী বাড়িটা ডোমেইন নেইম। আর এই চৌধুরী বাড়ি যে এলাকার বা যে জায়গার উপর রয়েছে সেটা হোস্টিং। মানে আপনি এখন আমার ifterahman.com এই সাইটে এসে যে এই ব্লগ পোস্ট পড়ছেন সেটা যে ঝায়গায় স্টর করা আছে সেটাই আমার হোস্টিং।

হোস্টিং কোথা থেকে নিব??
হোস্টিং কোথা থেকে নিব এর আগে আপনার চিন্তা করা ধরকার আপনার কেমন হোস্টিং লাগবে।
সহজভাবে বলি,
১/ আপনার কি সকল কাস্টমার বাংলাদেশি? যদি তাই হয় তা হলে নিন BDIX হোস্টিং
২/ আপনার কি খুবই ভালো সার্ভার প্রয়োজন? তা হলে E3 Server বাদ দিয়ে Rayzan 9 সিরিজ এর সার্ভার নিন। এবং মিনিমাম ২ কোর এর সার্ভার নিন, যদি আপনি চান যে আপনার ওয়েসাইট এ এড দিবেন, মানে ফেসবুক এড এ আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেইজ এর লিংক দিবেন আরকি।
৩/ কত জিবি সার্ভার বা হোস্টিং নিবেন? মিনিমাম ৫ জিবি এর সার্ভার নিন
ব্যাস এই টুকই এর চেয়ে বেশি এডভান্স কিছু প্রয়োজন নেই। তবে এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ২ নং মানে কত কোর এর সার্ভার তা কেউ ই উল্লেখ করে না সেভাবে। তাই আমি আমার সকল ক্লাইন্টকে সাজেস্ত করি Cyberison. তাদের সাপোর্ট আপনাকে একটা অন্য রখম এর ফ্লেভার দিবে, যা আমি গত ২-৩ বছর ঘরে পাচ্ছি, আলহামদুলিল্লাহ্‌। (সাথে আমার ক্লাইন্ট রা স্পেশাল কেয়ার তো পাবেনই)

ডোমেইন ও গেল হোস্টিং ও গেল। এখন প্রয়োজন কন্টেন্ট।
কন্টেন্ট এ কি কি লাগবে, ওয়েইট আমি আপনাকে এক্কেবারে পানির মতো সহজ করে দিই।

১/ আপনার প্রোডাক্ট এর নাম
২/ প্রোডাক্ট প্রাইস
৩/ প্রোডাক্ট ডেসক্রিপশন (ক্যাপশনও বলতে পারেন)
৪/ আপনার প্রোডাক্ট কেন কিনবে? মানে আপনার প্রোডাক্ট এর বেনিফিট
৫/ এই প্রোডাক্ট কেন আপনার থেকেই কিনবে? (মানে আপনার USP বা Unique Selling Proposition)
৬/ মার্কেটে আর যারা প্রোডাক্ট দিচ্ছে তাদের থেকে কেন আপনার টা ভ্লো হতে পারে? (আপনার কম্পিটিটর কি সেল করছে আর আপনি কি সেল করছেন? যেমন আমার কম্পিটিটর ও সুন্দর বনের মধু সেল করছে আমিও তাই করছি। কিন্তু আমি সেল করছি চাক ভাঙ্গা মধু কিন্তু আমার কম্পিটিটর সেল করছে বক্সের মধু। এখানেই মামা আসল খেলা আরকি)
৭/ আপনার প্রোডাক্ট এর কোন স্পেশাল অফার চলছে কি না?

এই ৭ টা বিষয়ে কন্টেন্ট লিখেন দেখবেন আপনার নিজের বিজনেস কে অনেক সময় নতুন করে চিন্তা করতে শুরু করবেন। পুরো বিজনেস তখন আপনার চোখের সাম্নেই চলে আসবে।

আচ্ছা ডোমেইন, হোস্টিং, কন্টেন্ট সবই গেল এবার আর কি প্রয়োজন??
মামা এবার মামু প্রয়োজন, না মানে আমি বা জিনিই আপনার ল্যান্ডিং পেইজ ডিজাইন করে তাকে তো একটা সম্মানি দিতে হবে তাই না সেটাই বললাম আরকি।
ঠিকাচ্ছে এবার সব বুঝলেন, এবার কাজে নেমে পড়েন।

আচ্ছা ওয়েইট ছোট্ট একটা অফার দিয়ে দেই আপনাকে। আমি তো আমার ল্যান্ডিং পেইজ ডিজাইন সার্ভিস এ অলরেডি অফার দিয়েছি, যা আপনি এই লিংকে ক্লিক করলেই দেখতে পারবেন। এ ছাড়া আপনি আমার এই ব্লগটা আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করবেন, আর এইখানে নিছে একটা ভালো হোক খারাপ মন্তব্য করবেন। ২ টার স্ক্রিনশন নিয়ে আমাকে WhatsApp এ মেসেজ দিবেন। আপনি যেই সার্ভিস নিবেন সেখানে ১০০ টাকা করে ক্যাশব্যাক পাবেন, ইনশা-আল্লাহ।

Ifte Rahman
Founder: Webkaku
WhatsApp: +88 01877474267

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একটা ল্যান্ডিং পেইজ তৈরি করতে কি কি প্রয়োজন হয়? সাথে ডোমেইন হোস্টিং ও দুর্দান্ত কন্টেন্ট লিখার সিক্রেট ট্রিক্স!

একটা ল্যান্ডিং পেইজ তৈরি করতে কি কি প্রয়োজন হয়? সাথে…

আমরা বেশিরভাগ সময় একটা কমন প্রশ্ন পায়, আর তা হলো…

How to Avoid Cheap Website Scams (Before It’s Too Late)

How to Avoid Cheap Website Scams (Before It’s Too Late)

If you’ve been burned by a fake “developer” or a…

Why Most Landing Pages Don’t Convert

Why Most Landing Pages Don’t Convert

Why Most Landing Pages Don’t Convert (And What You Can…